এ এস এম মোশতাক আহমেদ
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
মনমথপুর আইডিয়াল ডিগ্রি কলেজ
অধ্যক্ষের বাণীঃ
উত্তরের জনপদ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় 06 নং মোমিনপুর ইউনিয়নে দিনাজপুর-পার্বতীপুর মহাসড়কের পার্শ্বে গ্রামীণ জনগোষ্ঠিকে শিক্ষাদানের মহান ব্রত নিয়ে 1994 সনে প্রতিষ্ঠিত হয় মনমথপুর আইডিয়াল কলেজটি হাটি হাটি পা পা করে 31 বছর সাফল্যের সাথে অতিক্রান্ত করছে । প্রায় 2.25 একর আয়তনে সুবিশাল মাঠ, বহুতল ভবনে সুসজ্জিত শ্রেণিকক্ষের সকল আধুনিক শিক্ষা-উপকরনের যথাযথ ব্যবহার এবং প্রশিক্ষিত শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টা সুদক্ষ অফিস ব্যবস্থাপনা সর্বোপরি কলেজ ব্যবস্থাপনা কমিটির সঠিক নির্দেশনা এ কলেজটিকে মধ্যবিত্ত-নিম্নবিত্ত শিক্ষার্থী-অভিভাবকবৃন্দের নিকট করেছে আকর্ষণীয় ও বেসরকারী কলেজগুলোর নিকট হয়েছে একটি অনুকরণীয় শিক্ষা প্রতিষ্ঠান। শুধু ফলাফল নয় জাতীয় বিশ্ব বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় দেশীয় শিক্ষা ব্যবস্থায় তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, কৃষ্টি-ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, ও জুলাই/2024 বিপ্লবের চেতনায় উদ্বদ্ধ করে ধুমপান ও মাদকমুক্ত সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।